পারলাইট মাটির পরিবর্তে ব্যবহার করা হয়। এটি মাটি অপেক্ষা হালকা হয়ে থাকে।সাম্প্রতিক সবাই ছাদকৃষির প্রতি মনযোগ দিয়েছে।ছাদে গাছ লাগানোর জন্য পারলাইট একটি ভালো মিডিয়াম।মাটি ব্যবহারের ফলে ছাদে যে চাপ পরে তা পারলাইট ব্যবহারের ফলে সেই চাপ অনেক অংশে কমিয়ে আনা যায়।
এটি পানি, বাতাস ,পুষ্টি ধারণ করে রাখে।
এটি ব্যাবহার করলে গাছে সহজে ফংগাস ধরে না।
এটি গাছের অতিরিক্ত পানি নিষ্কাশনে সহায়তা করে। যেসব গাছ পানি সহ্য করতে পারে না সে সব গাছের growing media হিসেবে এটি ভালো কাজ করে। এতে পানির অপচয় হয় না।